Sunday, February 13, 2022

হাদীস সংকলনের ইতিহাস ও হাদীসের কথা

হাদীস সংকলনের ইতিহাস 

ও হাদীসের কথা

লেখকঃ মাওলানা আব্দুর রহীম

Friday, August 2, 2019

বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন

বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন
ফি সাবিলিল্লাহ এগিয়ে আসুন
সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সারা দেশের সাথে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারন করেছে। লাখো মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
বৃহত্তর রংপুর এর অসংখ্য বন্যা কবলিত মানুষ আজ পানিবন্দী। ভিটে-মাটি, সহায় সম্বল সব হারিয়ে দিনের পর দিন আশ্রয়কেন্দ্রে থেকেও তাদের অনেকেই খাবার ও পানিসহ প্রয়োজনীয় ত্রাণ থেকে বঞ্চিত। মহান আল্লাহ্‌ আমাদেরকে একে অন্যের মাধ্যমে পরীক্ষা করছেন।
আসুন! আমাদের যতটুকুই সামর্থ্য আছে তাই নিয়েই আমরা আমাদের বিপদ ও দুর্দশাগ্রস্থ ভাই/বোন দের পাশে দাঁড়াই। বা দাঁড়ানোর চেষ্টাটুকু করি। অন্তত একটি পরিবারের দ্বায়িত্ব নেই!!!
আলহামদুলিল্লাহ্‌ "আদ-দাওয়াহ ট্রাস্ট" এর ব্যাবস্থাপনায় আমরা কজন দ্বীনি ভাই বন্যার্তদের সাহায্যের নিমিত্তে ক্ষুদ্র কিছু উদ্যোগ নিয়েছি। আপনাদের সহযোগিতা এবং দু'য়া একান্ত কাম্য।
প্রতিটি পরিবারের জন্য প্রয়োজন মাত্র ৫০০ টাকা।
প্রতিটি প্যাকেজে থাকছে......
১. চাল - ৫ কেজি
২. আলু - ২ কেজি
৩. ডাল - ৫০০ গ্রাম
৪. তেল - ৫০০ মিলি
৫. চিড়া - ২ কেজি
৬. গুড় - ৫০০ গ্রাম
৭. স্যালাইন - ১০ টি
৮. মোমবাতি - ৫ টি
৯. ম্যাচ - ৩ টি
১০. পানি বিশুদ্ধকরন ট্যাবলেট
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব তাদের পাশে দাড়াই। দুমুঠো খাবার আর একটু পানির জন্য তারা আমার, আপনার দিকে তাকিয়ে আছে। কিছু না পারলে অন্তত প্রতিটি নামাজে তাদের জন্য দোআ করি। আল্লাহ সহজ করুন। আমিন।
পরিশেষে রাসুলুল্লাহ (স) এর দুটি হাদিস স্বরণ করিয়ে দিতে চাই.......
মহান আল্লাহ্‌ তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন।’ (সহীহ মুসলিম হা/২৬৯৯)।
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন............

যোগাযোগঃ
আদ-দাওয়াহ ট্রাস্ট, রংপুর।
ওয়েবসাইটে: addawahtrust.blogspot.com
মোবাইল: ০১৭৪২৩৪৪১০৭
বিকাশ: ০১৭৪২৩৪৪১০৭ (পার্সোনাল)
বি.দ্র : অনুগ্রহ করে আপনার সাহায্য পাঠানোর পূর্বে বা পরে ফোনে কনফার্ম করবেন। 
জাঝাকুমুল্লাহু খইরন আহসানাল জাযা।

বন্যার্তদের জন্য সাহায্য

আলহামদুলিল্লাহ্‌
উত্তরাঞ্চলের রংপুর জেলার পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী ছাওলা ইউনিয়নের (গাবুড়ার চরে) বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ কর্মসুচী সফলভাবে সু-সম্পন্ন হল। ফা-লিল্লাহিল হামদ।
এদফায় আজ মোট ৬০ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। গতকাল জরিপের মাধ্যমে বৃদ্ধা, বিধবা ও অক্ষমদের পুর্বেই বাছাই করে নেয়া হয়েছিল।
প্রোগ্রামটি সু-সম্পন্ন করতে যে সকল দ্বীনি ভাই নিরলস পরিশ্রম করেছেন এবং যারা অর্থ প্রেরন করে আমাদের সহযোগীতা করেছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক মুবারকবাদ।
মহান আল্লাহ তার প্রশস্ত পথে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাগুলো কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।

(২৭) প্রশ্ন: কুরবানী করা কার উপর ওয়াজিব?

(২৭) প্রশ্ন: কুরবানী করা কার উপর ওয়াজিব?
(২৭) উত্তর: প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। রাসূলুল্লাহ সা. বলেন:

مَنْ وَجَدَ سَعَةً لأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ فَلاَ يَحْضَرْ مُصَلاَنَا

Saturday, July 27, 2019

ইসলামিক সেমিনার

আলহামদুলিল্লাহ্‌।
দারসুল কুরআন ফাউন্ডেশন, বদরগঞ্জ, রংপুরের ব্যাবস্থাপনায়" ইসলামিক সেমিনার অনুষ্ঠান সু-সম্পন্ন হল। ফা-লিল্লাহিল হামদ।
সেমিনারে বক্তব্য রাখেনঃ
মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
লেখক-গবেষক, বহু গ্রন্থ প্রণেতা ও দায়ী -:- বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার
সভাপতিত্ব করেন: কবি-সাহিত্যিক
এম এ মতিন সরকার
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: দ্বীন কমিটি ও মানব সেবা সংঘ বাংলাদেশ, দারসুল কুরআন ফাউন্ডেশন, বদরগঞ্জ, রংপুর।

Monday, April 29, 2019

ইফতার বিতরণের উদ্যোগ !

গত কয়েক বছর রমজানে নিন্ম আয়ের মানুষদের জন্য ইফতার বিতরণের উদ্যোগ নিয়ে আসছিলাম আমরা। তারই ধারাবাহিকতায় এবছরও উত্তরবঙ্গের দরিদ্র অঞ্চলগুলোতে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সম পরমিাণ সওয়াব পাবে; সিয়াম পালনকারীর সওয়াবে একটুও কমানো হবে না। (তিরমিজি ও ইবনে মাজাহ)
ইফতারের জন্য এবার আমাদের ৩টি প্যাকেজ থাকছে-
* ১ জন সিয়াম পালনকারীকে সারা মাস ইফতার করানো। ৬৫০ টাকা। (আইটেম সাতটি)
* ৪/৫ জনের একটি পরিবারকে গোটা রমজানজুড়ে ইফতার করানো। ২৫০০ টাকা। (আইটেম নয়টি)
* দরিদ্র অঞ্চলের মসজিদ বা মাদরাসায় ইফতার করানো। ২০০০ টাকা। (শরবত, খেজুর ও খিছুড়ি)
১ ও ২ নং প্যাকেজের অনুদান ৫ রমজান পর্যন্ত গ্রহণ করা হবে। তৃতীয়টি রমজানজুড়ে উম্মুক্ত থাকবে।
ইফতার প্রজেক্টে কেউ যাকাতের টাকা দিতে চাইলে দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আমাদের জানিয়ে দিতে হবে। ০১৭৪২-৩৪৪১০৭-এই নাম্বারে ফোন করে তা বার্তা পাঠিয়ে জানাতে হবে।
অংশগ্রহণ করতে-
যোগাযোগঃ
আদ-দাওয়াহ ট্রাস্ট, রংপুর।
ওয়েবসাইটে: addawahtrust.blogspot.com
মোবাইল: ০১৭৪২৩৪৪১০৭
বিকাশ: ০১৭৪২৩৪৪১০৭ (পার্সোনাল)