Sunday, February 13, 2022

হাদীস সংকলনের ইতিহাস ও হাদীসের কথা

হাদীস সংকলনের ইতিহাস 

ও হাদীসের কথা

লেখকঃ মাওলানা আব্দুর রহীম

“আহলে কুরআন তথা হাদীস অস্বীকারকারীদের প্রামাণ্য জবাব সম্বলিত মাওলানা আব্দুর রহীমের লেখা “হাদীস সংকলনের ইতিহাস”
ইসলামী জীবন বিধান তত্ত্ব ও তথ্যগতভাবে দুইটি মৌল বুনিয়াদের উপর স্থাপিত। একটি পবিত্র কুরআন ও অপরটি রাসূলের হাদীস। পবিত্র কুরআন ইসলামের একটি মৌলকাঠামো উপস্থাপন করেছে আর রাসূলের হাদীস সেই কাঠামোর উপর একটি পূর্ণাঙ্গ ইমারত গড়ে তুলেছে। তাই ইসলামী জীবন বিধানে রাসুলের হাদীসের গুরুত্ব অপরিসীম।
ইলমে হাদীসেই ইসলামী জীবনবিধানের বিস্তৃত রুপরেখার প্রতিফলন ঘটেছে। এই কারণে কুরআনের শিক্ষা, মর্ম, উপলব্ধি এবং সেই অনুসারে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের জন্য হাদীসের বিকল্প আর নেই। প্রকৃত মুসলিম রুপে জীবন যাপন করতে এবং সর্বতোভাবে দায়িত্ব পালন করতে হাদীসের ব্যাপকতর অধ্যয়ন এবং ইহার বিশুদ্ধতা ও প্রমাণিকতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানর্জন করা একান্তই আবশ্যক। হাদীস সম্পর্কে জ্ঞানার্জন না করা প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকারই নামান্তর।
দু:খের বিষয় যে, মুসলিমদের জীবনকে রাসূল (সা)-এর জীবন ও কর্মধারা থেকে বিচ্ছিন্ ন করা এবং ইসলামকে একটি নিষ্প্রাণ ও স্থবির ধর্মে পরিণত করার লক্ষ্যে হাদীসের প্রামাণিকতা এবং বিশুদ্ধতা এবং ইহার সংকলন ও সংরক্ষণ সম্পর্কে একটি সন্দেহের ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা চলে আসছে সুদীর্ঘকাল হতে। প্রকৃত পক্ষে ইসলামের সোনালী যুগের অবাসানের পর মু’তাজিলা সম্প্রদায়ের উত্থানের মধ্য দিয়েই এই অপচেষ্টা শুরু হয়েছে। পরবর্তীকালে ‘আহলে কুরআন তথা কুরআনপন্থী”র মুখোশ পরে হাদীস-অবিশ্বাসীদের একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে মুসলিমদের মধ্যে সুকৌশলে বিভ্রান্তি সৃষ্টির এই হীন প্রয়াস চালাচ্ছে।

এই হীন ষড়যন্ত্র বর্তমানে আরো বেশী আকারে ছড়িয়ে পড়েছে ব্লগ, সাইট, ফেসবুকের মাধ্যমে। এগুলোর প্রামাণ্য জবাব দিতে এবং হাদীসের সংকলন ও সংরক্ষণ সম্পর্কে বিভ্রান্তি দূর করতে এই বইটি ভূমিকা রাখবে বলে আশা করি। বইটি রচনা করেছেন মাওলানা আব্দুর রহীম।

Hadis Sonkoloner Itihas
বইটির উল্লেখযোগ্য আলোচ্য বিষয়াবলীর অন্যতম হচ্ছে :

  • হাদীসের সংজ্ঞা, পরিচয়, এর অর্থ
  • হাদীস সুন্নাতের পরিচয়
  • হাদীসের বিষয়বস্তু ও এর প্রকারভেদ
  • হাদীসে কুদসী
  • হাদীসের সনদ ও মতন পরিচিতি
  • হাদীস এক প্রকার ওয়াহী
  • কুরআন ও হাদীসের পার্থক্য
  • ইসলামী জীবনব্যবস্থায় হাদীসের গুরুত্ব
  • হাদীসের অপরিহার্যতা
  • হাদীস সংরক্ষণ
  • হাদীস সংরক্ষণ ও প্রচারের জন্য রাসূলের নির্দেশ
  • সাহাবীগণের হাদীস প্রচার ও প্রসার এবং শিক্ষাদান
  • হাদীস বর্ণনায় সতর্কতা
  • হাদীস বর্ণনাকারী সাহাবীগণের বর্ণনা
  • হাদীস বর্ণনায় সংখ্যাপার্থক্যের কারণ
  • তাবেয়ীদের হাদীস সাধনা
  • তাবেয়ী মুহাদ্দিসগণের পরিচিতি
  • হাদীস লিখনে উত্সাহ দান
  • হাদীস সংগ্রহের অভিযান
  • খোলাফায়ে রাশেদীন ও হাদীস গ্রন্থ সংকলন
  • হিজরী দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতকে হাদীস সংকলন
  • বিখ্যাত মুহাদ্দিসগণের পরিচয়
  • হাদীস গ্রন্থগুলোর পরিচয় এবং মুহাদ্দিসগণের অবদান
  • বিভিন্ন মতকে হাদীস চর্চা
  • বিভিন্ন দেশে হাদীস চর্চ্চা
  • উপমহাদেশে হাদীসের চর্চ্চা
  • বাংলাদেশে হাদীসের চর্চা
  • হাদীস জালকরণের কারণ ও এর প্রতিরোধ ব্যবস্থা
  • হাদীস সমালোচনা পদ্ধতি প্রভৃতি

Download হাদীস সংকলনের ইতিহাস সাইজ : ১৫ মেগাবাইট

ইসলামের অন্যতম প্রধান উৎস হাদীস। কুরআনের ব্যাখ্যা। ইসলামী পরিভাষায় রাসূল (সা)-এর কথা, কাজের বিবরণ কিংবা কাজ, কাজের সমর্থন এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, তাই হাদীস নামে অভিহিত। ব্যাপক অর্থে সাহাবীদের কাজ,কথা ও সমর্থন এবং তাবেয়ীদের কথা কাজ ও সমর্থনকেও হাদীস বলে। তবে শরিয়তে সাহাবাদের কথা, কাজকে ‘আসার’ এবং তাবেয়ীদের কথা, কাজকে বলা হয় ফতোয়া। হাদীস শাস্ত্রের বিভিন্ন পরিভাষা রয়েছে। এসব পরিভাষা হাদীস বুঝতে সহায়ক। হাদীসের পরিভাষায় বুঝার জন্য বাংলা ভাষায় সহজভাবে তেমন বই নেই। যে কয়েকটি বই রয়েছে তাও দুর্লভ। হাদীসের বিভিন্ন পরিভাষা ও এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে বুঝার জন্য এই বই “হাদীসের পরিচয়”। এটি রচনা করেছেন জিলহজ আলী। আর প্রকাশ করেছে সুহৃদ প্রকাশন।

Hadiser Porichoy

বইটির অন্যতম আলোচিত বিষয়গুলো হচ্ছে :

  • হাদীসের সংজ্ঞা
  • হাদীসের বিভিন্ন পরিভাষা
  • হাদীসের কিতাবের বিভাগ
  • হাদীসের স্তর, শেণীবিভাগ,
  • হাদীসের কুদসী এবং কুরআনের সার্থে পার্থক্য
  • হাদীস বর্ণনার পার্থক্যে কারণ
  • বিভিন্ন যুগে হাদীস সমালোচনা
  • সাহাবী ও তাবেয়ীগণের ভারতে আগমান
  • বাংলাদেশে ইলমে হাদীস চর্চ্চা
  • ইসলামী জীবন ব্যবস্থায় হাদীসের গুরুত্ব
  • হাদীসের অপরিহার্যতা
  • হাদীস সংরক্ষণ, সংগ্রহ ও গ্রন্থে লিপিবদ্ধকরণ
  • আশারায়ে মুবাশশারাহ
  • বদরে অংশগ্রহণকারী সাহাবীগণের তালিকা
  • কুতুবে সিত্তাহ (বইয়ে সিহাহ সিত্তাহ উল্লেখিত হয়েছে, এই পরিভাষা শুদ্ধ নয়) ও এর সংকলকগণ
  • বিভিন্ন হাদীস গ্রন্থে হাদীসের সংখ্যা
  • ভারত উপমহাদেশের মুহাদ্দিসগণ
  • প্রখ্যাত হাদীস সংকলকগণ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী প্রভৃতি।

বইটির ডাউনলোড লিংক

আশা করি বইটি পড়ে হাদীসের অনেক পরিভাষা সম্পর্কে প্রাথমিক (Basic) ধারণা হবে। হাদীস চর্চ্চার দ্বার উন্মোচিত হবে।

No comments:

Post a Comment