(২৭) প্রশ্ন: কুরবানী করা কার উপর ওয়াজিব?
(২৭) উত্তর: প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। রাসূলুল্লাহ সা. বলেন:
مَنْ وَجَدَ سَعَةً لأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ فَلاَ يَحْضَرْ مُصَلاَنَا
আলোচ্য হাদীস প্রমাণ করে যে, কুরবানীর দিন গুলোতে যার কুরবানী দেয়ার সামর্থ্য রয়েছে তার উপর কুরবানী দেয়া ওয়াজীব। কুরবানী দেয়ার জন্য যাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত নয়। বরং প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের দ্বারা উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা ক্রয় করার সামর্থ্য থাকা শর্ত।
উত্তর দিয়েছেনঃ মুফতী মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
No comments:
Post a Comment