Monday, June 11, 2018

(১৯) প্রশ্নঃ ধর্ম নিরোপেক্ষ মতবাদে বিশ্বাসী ব্যক্তি কি মুসলিম ?

(১৯) প্রশ্নঃ ধর্ম নিরোপেক্ষ মতবাদে বিশ্বাসী ব্যক্তি কি মুসলিম ?
(১৯) উত্তরঃ মুসলিম তো সে-ই যে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন দাতা, শাসনকর্তা, বিধানদাতা, মেনে নিয়ে তাঁর নাজিলকৃত কুরআনকে পরিপূর্ণ ভাবে অনুসরণ করবে। ধর্ম নিরোপেক্ষ বলতে আমরা স্বাভাবিক ভাবে যেটা বুঝি তা হলো, নির্দিষ্ট কোন ধর্মের সাথেই সম্পৃক্ত থাকা যাবে না। অথচ কুরআনে বলা হয়েছে, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কুরআনে আরও নির্দেশ দেয়া হয়েছে, হে মুমিনেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও। তা হলে এক জন ধর্মনিরোপেক্ষ ব্যাক্তি কি করে নিজেকে মুসলমান দাবী করতে পারে? আমাদের সমাজে যারা ধর্মনিরোপেক্ষ মতবাদ চালু করতে চাচ্ছে তারা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান দাবী করছে। এটা স্ববিরোধি বৈশিষ্ট্য নয় কি? ধর্ম নিরোপেক্ষ সমাজপতিদের অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাদের পরিবারে বিবাহ-সাদীতে ইহুদি, খ্রীষ্টান, হিন্দু, বৈদ্ধ কোন প্রকার বাদ বিচার নেই। আসলে এরা হলো সুযোগ সন্ধানী। বিধর্মিদের আচার-অনুষ্ঠানে উপস্থিত হলে এরা নিজেদেরকে তাদের সমগোত্রীয় বলতে গৌরব বোধ করে। আবার ভোটের সময় এলে ভোল পাল্টিয়ে খাঁটি মুসলমান হয়ে যায়। সুতরাং এই সকল ধর্ম নিরোপেক্ষ বর্ণচোরাদের সম্পর্কে সতর্ক থাকার দায়িত্ব সকলের। ধর্ম নিরোপেক্ষ মতবাদে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তি মুসলিম হতে পারে বলে কুরআনে বা হাদীসে এর পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। বরং সূরা কাফিরুনে, সূরা মুহাম্মদ, সূরা তাওবা, সূরা দুখানে বলা হয়েছে যারা ধর্মনিরোপেক্ষ মতবাদে বিশ্বাস করে তারা কাফির।
১. এদের সাথে কোনো মেয়ের বিবাহ দেয়া কোনো মুসলমানের জন্য যায়েজ নয়।
২. এদের দ্বার জবাই করা কোনো প্রাণীর গোস্ত খাওয়া কোনো মুসলিমের জন্য যায়েজ নয়।
৩. এদের জানাজার নামাজ পরা জায়েজ নয় ।
৪. মুসলিমদের কবর স্থানে এদের লাশ দাফন করা যায়েজ নয়।
৫. পিতামাতা যদি মুসলিম হয় আর ছেলে-মেয়ে যদি ধর্মনিরোপেক্ষ মতবাদে বিশ্বাসী হয় তাহলে ছেলে-মেয়ে পিতামাতার কোনো সম্পদের অংশ তারা পাবে না করন ছেলে-মেয়ে মুশরিক আর পিতামাতা মুসলিম।
তাই যারা ধর্মনিরোপেক্ষ মতবাদের রাজনীতির সাথে যুক্ত আছে তাদের কে তওবা করে নতুন করে কালিমা পড়ে মুসলিম হতে হবে। তানাহলে মৃত্যুর পর চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ আমাদের কে এজাতিও সকল মতবাদ থেকে হিফাজোত করুন। আমিন

No comments:

Post a Comment