(১৫) প্রশ্নঃ সদৃশ ও সন্তান ছেলে-মেয়ে হওয়ার রহস্য কি ?
(১৫) উত্তরঃ আয়েশা রা: থেকে বর্ণিত, একজন মহিলা রসূলুলাহ সাঃ কে জিজ্ঞাসা করে যে, মহিলার যখন স্বপ্নদোষ হবে এবং পানি দেখবে তখন কি সে গোসল করবে? নবী সাঃ বলেন: হ্যাঁ,। আয়েশা রা: মহিলাকে বলেন, তোমার দু’হাত ধূলিময় ও বর্শা বিদ্ধ হোক।
তিনি আয়েশা রাঃ বলেন, রসূলুলাহ সাঃ বললেন:“ তাকে ছাড়, সন্তানের সদৃশ তো এর দ্বারাই হয়ে থাকে। যখন নারীর ডিম্বকোষ পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন সন্তান মামাদের সদৃশ হয়। আর যখন পুরুষের বীর্য নারীর ডিম্বের উপর প্রাধান্য লাভ করে তখন সন্তার তার চাচাদের সদৃশ হয়।” (মুসলিম)
সওবান রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুলাহ সাঃ -এর নিকটে ছিলাম। এ সময় একজন ইহুদি পন্ডিত আসল। (এতে রয়েছে, সে পন্ডিত বলল) আমি এসেছি আপনাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তিনি সাঃ বলেন: “পুরুষের বীর্য সাদা এবং নারীর বীর্য হলুদ বর্ণের। যখন দু’টি এক সাথে হয়ে পুরুষের বীর্য মহিলার বীর্যের উপরে জয়ি হয়, তখন আল্লাহর অনুমতিতে ছেলে সন্তান হয়। আর যখন মহিলার বীর্য পুরুষের বীর্যের উপর জয়ি হয়, তখন আল্লাহর অনুমতিতে মেয়ে সন্তান হয়। ইহুদি বলল, সত্যই বলেছেন; নিশ্চয় আপনি নবী। অত:পর সে ফিরে চলে গেল।” (মুসলিম হা: নং ৩১৫)
উত্তর দিয়েছেনঃ মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
তিনি আয়েশা রাঃ বলেন, রসূলুলাহ সাঃ বললেন:“ তাকে ছাড়, সন্তানের সদৃশ তো এর দ্বারাই হয়ে থাকে। যখন নারীর ডিম্বকোষ পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন সন্তান মামাদের সদৃশ হয়। আর যখন পুরুষের বীর্য নারীর ডিম্বের উপর প্রাধান্য লাভ করে তখন সন্তার তার চাচাদের সদৃশ হয়।” (মুসলিম)
সওবান রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুলাহ সাঃ -এর নিকটে ছিলাম। এ সময় একজন ইহুদি পন্ডিত আসল। (এতে রয়েছে, সে পন্ডিত বলল) আমি এসেছি আপনাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তিনি সাঃ বলেন: “পুরুষের বীর্য সাদা এবং নারীর বীর্য হলুদ বর্ণের। যখন দু’টি এক সাথে হয়ে পুরুষের বীর্য মহিলার বীর্যের উপরে জয়ি হয়, তখন আল্লাহর অনুমতিতে ছেলে সন্তান হয়। আর যখন মহিলার বীর্য পুরুষের বীর্যের উপর জয়ি হয়, তখন আল্লাহর অনুমতিতে মেয়ে সন্তান হয়। ইহুদি বলল, সত্যই বলেছেন; নিশ্চয় আপনি নবী। অত:পর সে ফিরে চলে গেল।” (মুসলিম হা: নং ৩১৫)
উত্তর দিয়েছেনঃ মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
No comments:
Post a Comment