Wednesday, May 16, 2018

(০৬) প্রশ্নঃ ইফতার ও সাহরী ইত্যাদি খানা খাওয়ার হিসাব নেই কথাটি সত্য কি ?

(০৬) প্রশ্নঃ ইফতার ও সাহরী ইত্যাদি খানা খাওয়ার হিসাব নেই কথাটি সত্য কি ?
(০৬) উত্তরঃ সমাজে প্রচলিত আছে যে, ইফতার, সাহরী ইত্যাদি খানা খাওয়ার হিসাব নেই। এই অর্থের বানোয়াট হাদীসগুলির মধ্যে রয়েছেঃ “তিনব্যক্তির পানাহারের নেয়ামতের হিসাব গ্রহণ করা হবে না: ইফতারকারী, সাহরীর খাদ্য গ্রহণকারী ও মেহমান সহ খাদ্য গ্রহণকারী।”(সুয়ূতী, যািইলুল লাআলী পৃ. ১২১; ইবনু ইরাক, তানযীহ ২/১৬৬; শাওকানী, আল ফাওয়াইদ ১/১২৪)।
এ সকল ভিত্তিহীন কথাবার্তার কারণে রামাদান মাসকে আমরা নিজে খাওয়ার মাসে পরিণত করেছি। অথচ রামাদান হলো অন্যকে খাওয়ানো ও সহমর্মিতার মাস। এছাড়া আমাদের ‘হিসাব হবে কিনা’ তা বিবেচনা না করে সাওয়াব বেশি হবে কিনা তা বিবেচনা করা উচিত।

 উত্তর দিয়েছেনঃ  মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
         মোবাইলঃ  ০১৭৪২৩৪৪১০৭

No comments:

Post a Comment