Wednesday, May 16, 2018

(০৫) প্রশ্নঃ রামাদান মাসকে তিন ভাগে ভাগ করে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত আর শেষের দশ দিন নাজাতের বলা কি ঠিক ?

(০৫) প্রশ্নঃ রামাদান মাসকে তিন ভাগে ভাগ করে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফিরাত আর শেষের দশ দিন নাজাতের বলা কি ঠিক ?
(০৫) উত্তরঃ রামাদান মাসকে তিন ভাগে ভাগ করার যে কথা সমাজে চালু আছে তা সঠিক নয়। কারণ সহীহ হাদীসে বলা হয়েছে আল্লাহ তায়ালা রামাদান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন। রামাদান মাসকে তিন ভাগে ভাগ করার পক্ষে যে হাদীস বলা হয় তা জাল হাদীস। হাদীসটি যে জাল এব্যাপ্যারে মুহাদ্দিসগন একমত।

উত্তর দিয়েছেনঃ  মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
         মোবাইলঃ  ০১৭৪২৩৪৪১০৭

No comments:

Post a Comment