Wednesday, May 30, 2018

(১৩) প্রশ্ন: ওযুতে ঘাড় বা গর্দান মাসেহ করা সম্পর্কে কুরআন ও হাদীস কি বলে ?

(১৩) প্রশ্ন: ওযুতে ঘাড় বা গর্দান মাসেহ করা সম্পর্কে কুরআন ও হাদীস কি বলে ?
(১৩) উত্তর: ওযুতে ঘাড় বা গর্দান মাসেহ করার ব্যাপারে কোনো সহীহ হাদীস নেই। খুব দু্র্বল হাদীস আছে। এজন্য কেউ বলেছেন, ঘাড় বা গর্দান মাসেহ করা মুস্তাহাব। কেউ বলেছেন, এটা ইবাদত না।
হানাফি মাজহাবের কুদুরি এবং অন্যান্য অনেক কিতাবে ঘাড় বা গর্দান মাসেহ করার কথা নেই। কোকো কোনো কিতাবে আছে । তবে তারা যে হাদীসটি দলিল দেয় তা দলিল হিসেবে গ্রহণ করার মত নয়। কারণ হাদীসটি যয়ীফ বা দুর্বল। অন্যান্য মাজহাবের ফকীহরা বলেন, ঘাড় বা গর্দান মাসেহ করা ওযুর অংশ নয়।

 উত্তর দিয়েছেনঃ  মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
         মোবাইলঃ  ০১৭৪২৩৪৪১০৭

1 comment: