Sunday, April 21, 2019

আল-কুরআন অনুবাদ সমগ্র

আল-কুরআন মহান আল্লাহর বাণী। ইসলামী শরীআতের প্রধান উৎস। কুরআনকে বুঝতে বা তা থেকে শিক্ষাগ্রহণকরতে আরবীর বিকল্প নেই। তবুও সাধারণ মানুষের মাঝে কুরআনের এই বাণীকে পৌঁছিয়ে দিতে কুরআনের অনুবাদ বা তাফসীর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে কুরআনের বাণীসমূহ যা বুঝাতে চাচ্ছে তা বুঝা সাধারণের জন্য সহজ হয়। বর্তমানে বাংলা ভাষায় অনেক কুরআনের অনুবাদ বিদ্যমান। যদিও এগুলোর অনেকগুলোতেই ভুল বিদ্যমান। সেই সাথে আক্বীদাগত বিভ্রান্তিই বিদ্যমান। কুরআনের বিভিন্ন অনুবাদ তুলনা করার জন্য এই পোস্টে নেটে প্রাপ্ত সকল অনুবাদগুলির পিডিএফ দেয়া হয়েছে। আগেই সতর্ক করা হচ্ছে যে, এগুলোর সব অনুবাদ গ্রহণযোগ্য নয়, বরং তুলনামূলক পর্যালোচনা করার জন্যই এগুলো করা হয়েছে। ব অনুবাদের মধ্যে যেসব অনুবাদের মান বেশ ভালো এবং আক্বীদাগত ভুল নেই সেগুলো হলো: তাইসীরুল কুরআন, ড. মুজিবুর রহমানের অনুবাদ, বয়ান ফাউন্ডেশনের অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ প্রভৃতি। আমরা এসব অনুবাদকেই প্রাধান্য দিতে পাঠকদের প্রতি অনুরোধ রাখছি। এছাড়া সহজ সরল হিসেবে আল-কুরআন একাডেমী লন্ডনের অনুবাদ, সহজ ভাষায় কুরআনের অনুবাদের প্রতিও দৃষ্টি দেয়া যেতে পারে।
আল-কুরআনের অনুবাদ সমগ্র
ক্রমিক নং
আল-কুরআন
অনুবাদক/প্রকাশক
প্রকাশনীর নাম
ডাউনলোড
০১ তাইসীরুল কুরআন মোহাম্মদ মোজাম্মেল হক তাওহীদ পাবলিকেশন্স ডাউনলোড
০২ কুরআনুল কারীম প্রফেসর ড: মুজীবুর রহমান দারুস সালাম, সৌদিআরব ডাউনলোড
০৩ আল-কুরআনুল কারীম সম্পাদনা পরিষদ ইসলামিক ফাউন্ডেশন ডাউনলোড
০৪ আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ সম্পাদনা পরিষদ আল-বায়ান ফাউন্ডেশন ডাউনলোড
০৫ কোরআন শরীফ সহজ সরল অনুবাদ হাফেজ মুনির উদ্দীন আহমদ আল-কোরআন একাডেমী লন্ডন ডাউনলোড
০৬ কুরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ (আরবী ছাড়া) হাফেজ মুনির উদ্দীন আহমদ আল-কোরআন একাডেমী লন্ডন ডাউনলোড
০৭ সহজ বাংলায় আল কুরআনের অনুবাদ অধ্যাপক গোলাম আযম কামিয়াব প্রকাশন ডাউনলোড
০৮ আল-কুরআন আরবী বাংলা ইংরেজী সম্পাদনা পরিষদ ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ডাউনলোড
০৯ আল-কুরআন আরবী বাংলা সম্পাদনা পরিষদ ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার ডাউনলোড
১০ আল-কুরআন বাংলা অনুবাদ ড: জহরুল হক কুরআন টুডে ওয়েবসাইট ডাউনলোড
১১ শব্দে শব্দে আল কুরআন (১-১৪ খন্ড একত্রে) মুহাম্মদ হাবিবুর রহমান আধুনিক প্রকাশনী ডাউনলোড
১২ শব্দার্থে আল কুরআনুল মাজীদ (১-১০ খন্ড একত্রে) মতিউর রহমান খান
ডাউনলোড
১৩ নূরানী কুরআন মাওলানা আশরাফ আলী থানভী
ডাউনলোড
১৪ কাব্য-আমপারা কাজী নজরুল ইসলাম
ডাউনলোড
১৫ নূরানী কোরআন কোলকাতা ফন্ট
এমদাদিয়া পুস্তকালয় ডাউনলোড
১৬ পবিত্র কুরআন (শুধু অনুবাদ)
ইউনিকসফট ডাউনলোড
১৭ ছন্দোবদ্ধ বাংলা কুরআন পান্না চৌধুরী গন্তব্য প্রকাশনী ডাউনলোড
১৮ কোরানশরিফ সরল বঙ্গানুবাদ মুহাম্মাদ হাবিবুর রহমান মাওলা ব্রাদার্স ডাউনলোড

সবগুলো জিপ (zip) আকারে ডাউনলোড করতে ক্লিক করুন।

   From Google Drive    

From Mediafire

 Part 1  Part 2   Part 3


অন্য কোন অনুবাদ আপনাদের সংগ্রহে থাকলে আমাদেরকে দিলে আমরা যুক্ত করে নিবো ইনশা আল্লাহ।

পরবর্তী আকর্ষণ: তাফসীর  সমগ্র

No comments:

Post a Comment