রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ
মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার বিপদ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার দোষ গোপন করবেন। (সহীহুল বুখারী: ২৪৪২, ৬৯৫১)
১. আমরা আমাদের কোন ভাইয়ের অভাব পুরন করলে স্বয়ং আল্লাহ্ সুবহানাহু তা’লা আমাদের অভাব পূরণ করবেন,
২. আমরা আমাদের কোন ভাইয়ের বিপদ দূর করলে স্বয়ং আল্লাহ্ সুবহানাহু তা’লা আমাদের বিপদ দূর করবেন, সুবহানাল্লাহ এর চেয়ে বেশী আমাদের কি চাওয়ার আছে, আমরা আমাদের ভাইদের অভাব, বিপদে পাশে দাঁড়াব বিনিময়ে আল্লাহ্ তা’লা আমাদের দুনিয়ার প্রয়োজন, আখিরাতের প্রয়োজন মিটিয়ে দিবেন, আমাদের দুনিয়ার বিপদ আখিরাতের বিপদ যেমন কবরের আজাব, এরপর রয়েছে কিয়ামতের ভয়াবহতা, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হওয়ার বিপদ, জাহান্নামের বিপদ (পরকালে যে কত বিপদ রয়েছে সুবহানআল্লাহ, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করি) আল্লাহ্ সুবহানাহু তা’লা এর মাধ্যমে আমাদের বিপদ দূর করবেন ইনশা- আল্লাহ্।
আদ-দাওয়াহ ট্রাস্টের মাধ্যমে দাওয়াহ এর পাশাপাশি সাদ্ধমত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই মুলত এই প্রজেক্ট।
আমরা আপাতত কম্বল আর সাদ্ধমত বাচ্চাদের কান টুপি/মাফলার/জ্যাকেট এগুলোর কথা চিন্তা করেছি এবং যায়গা হিসাবে উত্তরবঙ্গ এলাকাগুলো সিলেক্ট করেছি (কারো কোন পরামর্শ থাকলে জানাতে পারেন ইনশা-আল্লাহ্)
আপনারাও সদকায় জারিয়ার এই প্রোজেক্টে শরিক হতে পারেন ইন শা আল্লাহ্।
আর্থিক সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুণ.....
আদ-দাওয়াহ ট্রাস্ট, রংপুর।
বিকাশ পারসোনালে দিতে চাইলে- ০১৭৪২৩৪৪১০৭
আল্লাহ্ তা’আলা আমাদের এই প্রোজেক্টে বরকত দিন, সহজ করে দিন।
আদ-দাওয়াহ ট্রাস্ট, রংপুর।
বিকাশ পারসোনালে দিতে চাইলে- ০১৭৪২৩৪৪১০৭
আল্লাহ্ তা’আলা আমাদের এই প্রোজেক্টে বরকত দিন, সহজ করে দিন।
No comments:
Post a Comment