Saturday, September 1, 2018

(২১) প্রশ্নঃ ঈদের নামাজ মসজিদে পড়া যাবে কি ?

(২১) প্রশ্নঃ ঈদের নামাজ মসজিদে পড়া যাবে কি ?


উত্তরঃ ঈদের নামাজ মসজিদে নাকি ঈদগাহ মাঠে আদায় করতে হবে এনিয়ে মুজতাহিদ আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে। ইমাম শাফেয়ী রহঃ ও ইয়াহইয়া ইবনে সাঈদসহ অনেক আলেমের মতে, সর্বাবস্থায় ঈদের নামাজ মসজিদে আদায় করা উত্তম।
যেহেতু অন্যান্য নামাজ সম্পর্কীয় হাদীস সমূহে নামাজ মসজিদে আদায় করাকে উত্তম বলা হয়েছে, সেহেতু ঈদের নামাজ মসজিদে আদায় করাই উত্তম হবে। যেহেতু রাসূল সাঃ এর যুগে মক্কায় ঈদের নামাজ মসজিদুল হারামে আদায় হতো। মহানবী সাঃ একে পরিবর্তন করেননি। এমন কি সাহাবী, তাবেঈন ও তাবে তাবে-তাবেয়ীদের যুগেও সম্মানিত ব্যক্তিরা এনিয়মের ব্যতিক্রম করেননি। তাই মসজিদে ঈদের জামায়াতে নামাজ পড়া জায়েজ।
ইমাম আবু হানীফা রহঃ ও মালেক রহঃ এর মতে ঈদের নামাজ উন্মুক্ত ময়দানে অাদায় করা উত্তম।

উভয় মতের সমাধাণ: রাসূল সাঃ যেহেতু ঈদের নামাজ মসজিদে আয়াদ করতে নিষেধ করেননি আবার ঈদের নামাজ উন্মুক্ত মাঠে আদায় করতে হবে তা নির্দিষ্ট করে বলেননি তাই উভয় পদ্ধতির যে কোনো একটি মেনে চললেই ঈদের নামাজের হক আদায় হবে। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজ মসজিদে নাকি ঈদগাহে আদায় করা উত্তম তানিয়ে মুসলিমদের মাঝে ঝগরা করা যাবে না। ইখতিলাফী বিষয়ে ঝগরা সকল অবস্থায় হারাম। [সূরা আলেইমরান ৩:১০৩]।

No comments:

Post a Comment