Sunday, August 19, 2018

আর্থিক-সাহায্যের আবেদন

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আর্থিক-সাহায্যের আবেদন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জনাব,
আপনি জেনে খুশি হবেন যে, ইসলামের প্রচার ও রাসূল (সাঃ) এর আদর্শের প্রেরণায় মানবতার সেবা, ঐক্যবদ্ধ সমাজ ও বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আদ-দাওয়াহ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে।
আদ-দাওয়াহ ট্রাস্ট এর কর্মকাণ্ডের মধ্যে রয়েছেঃ
(১) মানবীয় মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা, ভালবাসা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও বিশ্বাস প্রচারে তথ্য প্রযুক্তি, গণমাধ্যম ও ইন্টারনেটের বহুমুখি ও সামগ্রিক ব্যবহারের ব্যবস্থা করা।
(২) নারী, শিশু, বালক, বালিকা ও বয়স্কদের জন্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষাদান, বিদ্যালয়-মাদ্রাসা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউট ইত্যাদি প্রতিষ্ঠা।
(৩) মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ), তাঁর শরীয়ত, সুন্নাত বা আদর্শের বিশ্বময় প্রচারের ব্যবস্থা করা এবং এ বিষয়ক সকল স্থানীয় বা বৈশ্বিক কুৎসাচার, অপপ্রচার, মিথ্যাচার বা অজ্ঞতার জ্ঞানবৃত্তিক ও তথ্যভিত্তিক প্রতিবাদ, প্রতিকার ও অপনোদনের ব্যবস্থা করা।
(৪) তাওহীদ-সুন্নাহ ও বিশুদ্ধ ইসলামী নির্দেশনা বিষয়ক গবেষণা ও গ্রন্থ প্রণয়নে সহায়তা প্রদান এবং এ বিষয়ক পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র ইত্যাদি প্রকাশ, প্রচার ও বিতরণ করা।
(৫) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুইজ, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন ও পুরস্কার প্রদান।
(৬) সুন্নাতের প্রচারে দায়ী-প্রচারকরদের প্রশিক্ষণ প্রদান।
(৭) মক্তব, কুরআন-শিক্ষা কেন্দ্র, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণ, তথ্য-সহায়তা ইত্যাদি প্রদান।
(৮) মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান।
(৯) শিক্ষা, সম্প্রীতি ও ধর্ম বিষয়ক সংলাপ, আলোচনা, মাহফিল, সেমিনার ইত্যাদির আয়োজন করা।
(১০) দরিদ্র, এতিম, বিধবা ও সমাজের দুর্বল-অসহায় শ্রেণীর মানুষদের দারিদ্র্য-দূরীকরণ, সন্তান-প্রতিপালন, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা, আইনি জটিলতা ইত্যাদি বিষয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান।
(১১) মানব-সেবা, সমাজ-সেবা ও সৃষ্টির সেবা-মূলক যে কোনো কর্মে সহযোগিতা ও অংশ গ্রহণ।
(১২) কুরআন শিক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব, কুরআন-শিক্ষার প্রাথমিক বিদ্যালয়, হিফযুল কুরআন প্রতিষ্ঠান, শিক্ষক-প্রশিক্ষন কেন্দ্র, কুরআনের অর্থানুবাদ প্রকাশ, অর্থ-সহ কুরআন শিক্ষার বিভিন্ন কোর্স তৈরি করা।
(১৩) প্রতিটি মসজিদকে ইসলামী সেন্টার তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া।
(১৪) প্রতিটি মসজিদে পাঠাগাড় তৈরি করার চেষ্টা করা।
(১৫) মসজিদ ভিত্তিক দারসূল কুরআন ও হাদীসের ব্যবস্থা করা।
(১৬) ফ্রি কুরআর বিতরন।
(১৭) ইসলামিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে ফ্রি বই বিতরণ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা হচ্ছে।
(১৮) বাংলায় কুরআন এবং তার তাফসীরের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি।
(১৯) বাংলা/ইংরেজি/আরবিতে হাদীসের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি।
(২০) বাংলায় প্রয়োজনীয় ইসলামী গ্রন্থসমূহের অনলাইন ডাটাবেস এবং মোবাইল এপ্লিকেশন তৈরি।
(২১) কম্পিউটারের জন্য কোরআন, হাদিস ও ইসলামী গ্রন্থসমূহের অফলাইন সফটওয়্যার তৈরি  ইত্যাদি।
(২২) বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা। উল্লেক্ষ্য যে ফ্রি-ফ্রাইডে ক্লিনিক চালু করা।
(২৩) রক্তদান কর্মসুচী (অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে)।
(২৪) সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা ও অংশ গ্রহণ।
(১৭) এ সকল কর্মে বা ইসলাম সম্মত যে কোনো কর্মে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তি, সরকার, সংস্থা, ট্রাস্ট, ফোরাম ইত্যাদির সাথে সহযোগিতা ও সমন্বয় করা।
আয়ের উৎসঃ
যাকাত, ওশর, সাধারণ দান, কুরবানীর চামড়া, ফেৎরা, মান্নত এবং আদ-দাওয়াহ পাবলিকেশন্স থেকে প্রকাশীত বইয়ের মুনাফা হবে আয়ের প্রধান উৎস।
ব্যয়ের খাতঃ
আয়ের সকল অর্থ আদ-দাওয়াহ ট্রাস্ট ও সহযোগি সংস্থা এর কর্মকাণ্ডের জন্য ব্যয় করা হবে। ব্যয় পরিচালনার জন্য ট্রাস্টি বোর্ড কাজ করবে।
অতএব, ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের নিকট আকুল আবেদন এই যে, আপনাদের যাকাত, ওশর, সাধারণ দান, ফেৎরা, মান্নত, কুরবানীর চামড়া এবং অন্যান্য আর্থিক সাহায্য থেকে মুক্ত হস্তে দান করুন।

যোগাযোগঃ
আদ-দাওয়াহ ট্রাস্ট, রংপুর, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭ (বিকাস)

বিঃ দ্রঃ আদ-দাওয়াহ ট্রাস্ট সম্পূর্ণরূপে অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান।

No comments:

Post a Comment