Monday, May 21, 2018

(০৯) প্রশ্নঃ তারাবীর সালাতে ইমাম কুরআন তিলাওয়াত সঠিক ভাবে তারতিলের সাথে না পড়লে আমরা কি করব?

(০৯) প্রশ্নঃ তারাবীর সালাতে ইমাম কুরআন তিলাওয়াত সঠিক ভাবে তারতিলের সাথে না পড়লে আমরা কি করব?
(০৯) উত্তরঃ তারাবীর ইমাম সাহেব কুরআন তিলাওয়াত তারতিলের সহিত সঠিক নিয়মে না পড়লে তার সাথে ব্যক্তিগত যোগাযোগ করে সংশোধনি দিতে হবে আগে। তাতেও কাজ না হলে মসজিদ কমিটিকে বলতে হবে, কমিটির লোকরা ব্যবস্থা না নিলে যে মসজিতে সঠিক নিয়মে তিলাওয়াত করা হয় সে মসজিতে তারাবী আদায় করবেন। আপনার এলাকার কোন মসজিদে সঠিক নিয়মে কুরআন তিলাওয়াত করা না হলে বাড়িতে ব্যক্তিগত ভাবে একা আদায় করবেন। অথবা কয়েক জন মিলে একসাথে সঠিক নিয়মে জামায়াতে আদায় করতে পাড়েন। সমাজে ফিতনা বা বিভক্তি সৃষ্টি হওয়ার আশংঙ্ক হলে একা বাড়িতে সঠিক নিয়মে আদায় করতে হবে। তবে ফরজ সালাত মসজিদে জামায়াতের সাথে আদায় করতে হবে। একা আদায় করা যাবে না।

 উত্তর দিয়েছেনঃ  মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
         মোবাইলঃ  ০১৭৪২৩৪৪১০৭

No comments:

Post a Comment