(০৩) প্রশ্ন: তারাবীহ নামাযের সময়সীমা কতটুকু? ইশার পর থেকে বারোটার ভেতরে শেষ কেরতে হবে নাকি বারোটার পরেও পড়া যাবে?
(০৩) উত্তর: তারাবীহর সময়সীমা হল, ইশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। বরং যতো দেরি করে পড়া হবে ছাওয়াব ততো বেশি হবে। উমার রাঃ এর যুগে মানুষ যখন প্রথম রাতে তারাবীহ পড়ত, তিনি বলতেন, শেষ রাত্রে না ঘুমিয়ে তারাবীহ শেষ রাত্রে পড়লে ছাওয়াবটা বেশি হবে। কাজেই ফজরের আযাননের পূর্বমুহূর্ত পর্যন্ত তারাবীহ পড়া যাবে।
উত্তর দিয়েছেনঃ মুহাম্মাদ হামিদুল ইসলাম আজাদ
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
মোবাইলঃ ০১৭৪২৩৪৪১০৭
No comments:
Post a Comment